৯৯ টি সেরা ভালোবাসার আসাধারন রোমান্টিক উক্তি ও মেসেজ ২০২২

5/5 - (1 vote)

ভালোবাসা মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানব জাতির জন্য মহান এক উপহার। ভালোবাসার নেই কোন সীমানা নেই আকার ও আকৃতি। তবুও এই ভালোবাসা মানব মনে কিভাবে জেগে বসে আর কিভাবেই বা মানুষকে সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যায়!! ভালোবাসা কি শুধু মানুষকে সুখের সাগরেই ভাসিয়ে দেয়? না, ভালোবাসাতে যেমন সুখ রয়েছে ঠিক তেমনি ভালোবাসার মাঝে রয়েছে অনেক দুঃখ আর বেদনার বহর। ভালোবাসার কোন সংজ্ঞা নেই,নেই কোন রঙ। ভালোবাসা নিয়ে ইতিহাসের পাতা কখনো কি উল্টিয়ে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে দেখে নিবেন।ইতিহাসে পাতায় ভালোবাসার অনেক ঘটনা রয়েছে।

ভালোবাসার জন্য অনেকেই দিয়েছেন জীবন বিসর্জন দিয়েছেন আবার এই ভালোবাসার জন্য রাজারা ছেড়েছেন তাদের স্বপ্নের রাজপ্রাসাদ। ভালোবাসা অমর ও অসীম। ভালোবাসার কোন মৃত্যু নেই। ভালোবাসার মাঝে কিংবা ভালোবাসায় ব্যর্থ অনেকেই হয়েছেন কবি আবার অনেকেই হয়েছেন গায়ক। ভালোবাসা হল মানব জীবনের সবচেয়ে সুন্দর ও মধুর সম্পর্ক। ভালোবাসা ছাড়া মানুষ বাচঁতে পারেনা।

৯৯ টি সেরা ভালোবাসার আসাধারন রোমান্টিক উক্তি ও বাণী ২০২২
ভালোবাসার আসাধারন রোমান্টিক উক্তি ও বাণী

ভালোবাসার খুব বড় একটা শক্তি আছে। জানেন কী মানুষ প্রেমে পড়লে তার কাছে সবকিছুই সুন্দর ও রঙ্গিন লাগে! বিশ্বাস নাহলে একবার প্রমে পড়েই দেখুন। ভালোবাসা অনেক ধরণের হয়ে থাকে। যেমন সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা,প্রেমিকের প্রতি প্রেমিকার ভালোবাসা আবার বিয়ের পর স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা। ভালোবাসা নিয়ে তো অনেক বকবক করলাম এখন হয়ত অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে তাহলে প্রেম কি?এককথায় বলতে গেলে প্রেম হল ভালোবাসার পূর্ব অবস্থা অর্থাৎ ভালোবাসার পূর্বে মানুষ প্রেমে পড়ে। তবে এই কথাটা কিন্তু সব ক্ষেত্রে সমান ভাবে প্রযোজ্য নয়।

যেমন সন্তানের প্রতি বাবার যে ভালোবাসা এই ভালোবাসায় প্রেমের কোন প্রশ্ন আসবেনা। পৃথিবীতে ভালোবাসা বিদ্যমান আছে বলেই হয়ত আজকের এই পৃথিবীটা আরও বেশী সুন্দর আরও বেশী মমতায় ঘেরা। ভালোবাসা নিয়ে তো অনেক বললাম এবার চলুন দেখে নেই ভালোবাসা নিয়ে কবি,সাহিত্যকরা কে কি বলেছেন।

ভালোবাসার মেসেজ

১. ভালোবাসাটা দামি হয় না,
দামি হয় ভালোবাসার মানুষটি।

২. হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত।
যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না..!

৩. একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর,
প্রেমিকের চোখ যতটা সুন্দর।

৪. প্রকৃত পুরুষ রাজকন্যা খোঁজে না,
যাকে ভালোবাসে তাকেই রানীর মতো রাখে।

৫. প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না।
যা হয় তা হল ভালো লাগা।
আর সেই ভালো লাগা নিয়ে
ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালোবাসা।

৬. শূন্য পকেটে যে নারী পাশে থাকে,
সাফল্যের পরে সেই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে।

৭. যে ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকে,
আর সেই কথা ভেবে দুজনেই কাঁদে,
সেই ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা।

৮. প্রেমের সম্পর্ক সর্বদা অনুভূতিতে বিরাজমান,
সেই সম্পর্কের কোনো নাম থাক বা না থাক।

৯. জীবন তার সাথেই
কাটানো প্রয়োজন,
যার চেহারার থেকে মন
অধিক সুন্দর।

১০. ভালোবাসার প্রকাশের জন্য
চিৎকার করে বলতে
হয়না ভালোবাসি।
চুপ থেকেও অনেক কিছু
প্রকাশ করা যায়।

১১. Bye বলার পরেও মোবাইলের
দিকে তাকিয়ে।
Reply পাওয়ার আশা করাটাই
হয়তো ভালোবাসা।

১২. যতই মিল থাকুক ভুল বুঝাবুঝি হবেই,
যতই ভুল বুঝাবুঝি হোক মানিয়ে নিতে হবেই।

১৩. “ভালোবাসা একটা পাখির মতন,
যখন খাঁচায় থাকে তখন
মানুষ তাকে মুক্ত করে দিতে চায়।
আর যখন খোলা আকাশে থাকে
তখন তাকে খাঁচায় বন্দী করতে চায়।”

হুমায়ূন আহমেদ

১৪. “ভালোলাগা এমন এক অনুভূতি যা
একবার শুরু হলে সব কিছুই ভালো লাগে থাকে।”

হুমায়ূন আহমেদ

১৫. “ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনও প্রেম জাগে না।
যা জাগে সেটা হল সহানুভূতি।”

হুমায়ূন আহমেদ

১৬. “এই পৃথিবীতে প্রায় সবাই,
তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সঙ্গে প্রেমে পড়ে।”
হুমায়ূন আহমেদ

১৭. “যুদ্ধ এবং প্রেমে কোনো কিছু পরিকল্পনা মতো হয় না।”

হুমায়ূন আহমেদ

১৮. “লোকে ভুলে যায় যে ভালোবাসা হলো একটি আর্ট,
যা প্রতিদিন নতুন করে সৃষ্টি করতে হয়।”
রবীন্দ্রনাথ ঠাকুর

১৯. “ভালোবাসায় একটু রাগ না থাকলে সেই ভালোবাসার স্বাদ থাকে না।”
রবীন্দ্রনাথ ঠাকুর

২০. “ভালোবাসা একটি নিছক আবেগ নয়,
ভালোবাসা চিরন্তন সত্য।”
রবীন্দ্রনাথ ঠাকুর

২১. “যার শেকল আছে সে বাঁধে তা দিয়ে, আর যার কিছুই নেই সে বাঁধতে চেষ্টা করে মায়া দিয়ে।”
রবীন্দ্রনাথ ঠাকুর

২২. “ভালোবাসা অধিকার দাবি করে না,
ভালোবাসা স্বাধীনতা দেয়।”
রবীন্দ্রনাথ ঠাকুর

২৩. কারও অবহেলায় মরার চেয়ে,
কারও ভালোবাসায় বেঁচে থাকা অনেক ভালো।

২৪

See also  গৌতম বুদ্ধের সেরা ২০ বাণী

বিশ্বাস ও ভালোবাসার উক্তি


২৫ বিশ্বাস সব অসম্ভবকে
করে তোলে সম্ভব।
আর ভালোবাসা সবকিছুকে
করে তোলে সহজ।

২৬. তুমি তোমার ভালোবাসার
মানুষটির সাথে কত দিন,
কত বছর, কত মাস আছো
দেখার বিষয় নয়,
তুমি তার মনে কতটা
জায়গা জুড়ে আছো
সেটা গুরুত্বপূর্ণ।

২৭. যাকে ভালোবাসো তাকে এমন ভাবে
ভালোবাসো।
যেন জীবনে অন্য কারো ভালোবাসা তার
প্রয়োজন না হয়

২৮. তাকেই ভালোবাসো
যে বিপদের সময় এসে
বলবে কিছু হবে না
আমি আছি তো।

২৯. কাউকে আটকে রেখো না,
তাকে আগলে রাখো,
তারপরেও যদি সে যাওয়ার হয়তো যাবে,
যদি থাকার হয় তাহলে থাকবে,
কারণ ভালোবাসা জোর করে হয় না।

স্বামী স্ত্রীর ভালোবাসার মেসেজ

৩০. প্রশ্ন যেটাই হোক উত্তর তুমি,
রাস্তা যেটাই হোক লক্ষ্য তুমি,
কষ্ট যতই হোক সুখ তুমি,
তোমার সাথে ঝগড়া যতই হোক।

৩১. কে বলেছে ভালোবাসা ভালো না
কে বলেছে ভালবেসে কি লাভ?
ভালোবাসার টান থাকলে মানুষটি
যেমনি হোক না কেন তাকে
ঘিরে সব সুখ পাওয়া যায়।

৩২. দুই চারদিন যত্ন নেওয়া হলো প্রেম,
আর সারাজীবন যত্ন নেওয়া হলো ভালোবাসা।

৩৩. জীবনে শেষ পর্যন্ত সেই থেকে যাবে,
সৃষ্টিকর্তা যার জন্য তোমাকে বানিয়েছে।

৩৪. তোমাকে যে ভালোবাসে সে তোমাকে সময় দেবে,
কারণ পৃথিবীতে সময়ের চেয়ে মূল্যবান আর কিছুই নেই।

৩৫. জীবনে স্বার্থহীন ভালোবাসার
মানুষ গুলোই আপনার
জীবনের সেরা উপহার।
যার ঋন অর্থ দিয়ে শোধ হয় না।

ভালোবাসা নিয়ে কবিদের উক্তি


৩৬. প্রজাপতির পেছনে ছুটে
সময় নষ্ট কোরো না,
ফুলের চাষ করো,
দেখবে প্রজাপতিই তোমার
পেছনে ছুটবে।

৩৭. ভালোবাসো,এমন ভাবে ভালোবাসো যাতে,
ছেড়ে যাওয়ার কথা ভাবলেও অন্তর কেঁপে ওঠে।

৩৮. মানুষ যখন বাঁচতে ভুলে যায়,
তখন একটা মানুষ খোঁজে
আঁকড়ে ধরে বাঁচার জন্য।

৩৯. যত্ন করে ভালোবাসতে পারলে,
হয়তো প্রতিটা ভালোবাসাই পূর্ণতা পেতো।

৪০. কারও অবহেলায় মরার চেয়ে,
কারও ভালোবাসায় বেঁচে থাকা অনেক ভালো।

একতরফা ভালোবাসা নিয়ে উক্তি

৪১. কে বলেছে ভালোবাসলে তাকে
পেতেই হবে??
থাক না কিছু ভালোবাসা স্বপ্ন হয়ে।

৪২. চলে যাওয়া মানে হারিয়ে যাওয়া নয়।
তুমি ছিলে, আছো, থাকবে
আজীবন হৃদয়ে।
ভালো থেকো প্রিয়, যেখানেই আছো।

৪৩. তোমাকে পাওয়ার জন্য যে কেঁদেছে,
তার মতো আর কেউ
তোমাকে ভালোবাসতে পারবে না।

৪৪. আমার থেকে ভালো হয়তো পাবে,
কিন্তু সব ভালোতে ভালোবাসা থাকে না।

৪৫. ভালোবাসায় কখনো প্রতিযোগিতা থাকতে নেই।
ঘাত-প্রতিঘাত আর হার-জিতের খেলা
কখনো ভালোবাসার মানুষটির সাথে খেলতে হয় না,
ভালোবাসা মন থেকে হয়, মাথা থেকে নয়!

ভালোবাসার মজার উক্তি

৪৬. বুঝলে প্রিয়,
হাত ধরতে হলে পুরোপুরি ধরো।
রাস্তা পাকা করতে তো সবাই পারে,
তুমি না হয় জীবন পার করো।

৪৭. সঠিক মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেলে,
শুধু প্রাক্তন কেনো,
পুরো অতীতকেই ভুলে থাকা যায়।

৪৮. যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে,
তবে ভালোবাসা বিচ্ছিন্ন হতে দিও না।
কারণ ভালোবাসা বিচ্ছিন্ন হলে,
যোগাযোগ আর কোনোদিনই হবে না।

৪৯. খুঁজতে হলে ভালো মানের মানুষ খোঁজো,
সব কিছু পারফেক্ট খুঁজতে গেলে
ভালোবাসাটাই পাবে না প্রিয়।

৫০. ছোট্ট ঘরেও সুখ থাকে,
যদি সেখানে ভালোবাসাটা
সত্যিকারের থাকে।

ভালোবাসার সুন্দর উক্তি


৫১. জীবনে প্রতিটি সম্পর্ক
হওয়া উচিত তালা ও চাবির মতো,
একে অপরের পরিপূরক।

৫২. জীবনে একটা সুন্দর মানুষের চেয়ে,
একটা দায়িত্ববান মানুষ বেশি প্রয়োজন।

৫৩. যাকে ভালোবাসো,
সে বেঁচে থাকতেই তাকে সুখ দাও,
কারণ তাজমহল পৃথিবীর সবাই দেখলেও,
মুমতাজ নিজে কিন্তু দেখতে পাননি।

৫৪. ঝগড়া করার পর যখন
দুজনেই একসাথে হেসে ফেলে,
সেই মুহূর্তের মতো সুন্দর
আর কোনো মুহূর্ত হয় না।

৫৫. আমি পুড়ে যাই মরে যাই,
তোমার হাসির শূন্যতায়।
আমি ভেসে যাই হেসে যাই,
তোমার স্বপ্নের পূর্ণতায়।

৫৬. ভালোবাসা মানে এই নয় যে কাউকে বিয়ে করতেই হবে, কখনও কখনও ভালোবাসার মানুষের সুখের জন্য বুকের ভেতর শত যন্ত্রনা ঢেকে রেখে হাসি মুখে প্রিয়জনকে বিদায় দিতে হয়।
রেদোয়ান মাসুদ

৫৭. ভালোবাসা হলো সেটাই যা জীবন নামক যাত্রাকে অর্থবহ করে তোলে।
ফ্রাংকলিন পি. জোনস

৫৮. আর্থিক সচ্ছলতা বন্ধু আনে, কিন্তু ভালোবাসা আনে না।
জোসেফ কনরাড

৫৯. ভয় ছাড়া স্বপ্ন দেখো সীমা ছাড়া ভালোবাসো।
সংগৃহীত

৬০. সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেইরকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, ভক্তি না মিশালে সে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না।
নিমাই ভট্টাচার্য ক্রোধ

৬১. ভালোবাসা হলো দুটি দেহ এবং একটি আত্মার সমন্বয়ে তৈরি।
এরিস্টটল

৬২. ভালোবাসা মানে, শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা।
রফিক আজাদ

৬৩. প্রকৃত ভালোবাসা হলো সেটা, যে তোমার ব্যাপারে সবই জানে তারপরও তোমাকে ভালোবাসে।
এলবার্ট হাববার্ড

৬৪. প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে উঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়।
স্কুট হাসসুন

৬৫. ভালোবাসার জন্য কোনো দিনক্ষণ নেই এটা যেকোনো সময়ই এসে যেতে পারে।
সারাহ ডেসেন

৬৬. ভালোবাসা হলো বাতাসের মতো তুমি এটাকে দেখতে পারবে না তবে অনুভব করতে পারবে না।
নিকোলাস স্পার্কস

৬৭. জীবন হলো একটা ফুল যার মধু হলো ভালোবাসা।
ভিক্টর হুগো

৬৮. অন্যের জন্যে নিজেকে বাঁচিয়ে রেখে নিজেকে নিজে তিলে তিলে শেষ করার নামই হলো ভালোবাসা ।
হাবিবুর রাহমান সোহেল

৬৯. ভালোবাসা যা দেয়, তার চেয়ে বেশি কেড়ে নেয় ।
টেনিসন

৭০. ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশী আনন্দ।
টমাস ফুলার

৭১. প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে।

৭২. পৃথিবীতে ভালোবাসার একটি মাত্র উপায় আছে, সে হলো প্রতিদান পাওয়ার আশা না করে ভালোবেসে যাওয়া।
ডেন কার্নেগি

৭৩. আরম্ভ হয় না কিছু — সমস্তের তবু শেষ হয়
কীট যে ব্যর্থতা জানে পৃথিবীর ধুলো মাটি ঘাসে
তারও বড় ব্যর্থতার সাথে রোজ হয় পরিচয় !
যা হয়েছে শেষ হয় ; শেষ হয় কোনোদিন যা হবার নয় !
জীবনানন্দ দাশ

৭৪. দুটো মানুষের কথার আড়ালে যে না-বলা কথা ,
সেই কথাতেই যদি দুটো হৃদয় কথা বলে
সে তবে ভালোবাসা ।
ফেরদৌসি মঞ্জিরা

৭৫. একই ব্যাক্তির সাথে বহুবার প্রেমে পড়াই হল সার্থক প্রেমের নির্দশন। – ব্রাটন

৭৬. পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো এক তরফা ভালোবাসা। আর তারচেয়ে বড় কষ্ট হলো আপনি তাকে ভালোবাসতেন সে জানত, এখনও ভালোবাসেন কিন্তু সে জানে না। – রেদোয়ান মাসুদ

৭৭. ভালোবাসা মানে, শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা। – রফিক আজাদ

৭৮. ভালোবাসা এমন একটি প্লাটফরম যেখানে সব মানুষ দাড়াতে পারে। – টমাস মিল্টন

৭৯. ভালোবাসা হচ্ছে একটা আদর্শ ব্যাপার আর বিয়ে হচ্ছে বাস্তব। আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্ব তাই কখনোনিষ্পত্তি হবে না। – গ্যেটে

৮০. লুকোচুরিই তো প্রেমের রোমান্স। প্রেম যেদিন স্বীকৃতি পেয়ে যায় সেদিন থেকেই প্রেমের মজাও নষ্ট হয়ে যায়। – আশুতোষ মুখোপাধ্যায়

৮১. পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়, আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। – রেদোয়ান মাসুদ

৮২. যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে, আর সেই কথা মনে করে দু’জনেই কাদে, সে ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা।

রেদোয়ান মাসুদ

৮৩. কেউ ভালোবাসা পেলে এমন কি সুখ ছাড়াও সে বাঁচতে পারে।

দস্তয়েভস্কি

৮৪. পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে । ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়।

হুমায়ূন আহমেদ

৮৫. যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছে গুলো বেরিয়ে আসতে থাকে।

৮৬. যে ভালোবাসা পেলো না, যে কাউকে ভালোবাসতে পারলো না, সংসারে তার মতো হতভাগা কেউ নেই।

কীটস্

৮৭. জীবনে শুধু এবং শুধুমাত্র একটিই সুখ রয়েছে আর তা হলো ভালোবাসা এবং বিনিময়ে তা পাওয়া।

জর্জ স্যান্ড

৮৮. ভালোবাসা হলো সেটাই যা জীবন নামক যাত্রাকে অর্থবহ করে তোলে।

ফ্রাংকলিন পি. জোনস

৮৯. ভালোবাসার মধ্যে অবশ্যই কিছু পাগলামি থাকে তবে সেই পাগলামির পিছনেও কিছু কারণ থাকে।

ফ্রায়েড্রিচ নিয়েটযছি

৯০. অপরিণত ভালোবাসা বলে,’আমি তোমাকে ভালোবাসি কারণ আমার তোমাকে প্রয়োজন।’ আর পরিণত ভালোবাসা বলে,’ তোমাকে আমার প্রয়োজন কারণ আমি তোমায় ভালোবাসি।’

এরিক ফ্রোম

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.