কাজী নজরুল ইসলামের সেরা ১০ বাণী

Rate this post

কাজী নজরুল ইসলাম মানেই সাম্যের কবি,নজরুল মানেই জলন্ত শিখা,নজরুল মানেই বিদ্রোহ।আমাদের সবার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম কবিতা ও উপন্যাসগুলোর মধ্যে এমন কিছু বিখ্যাত উক্তি রেখে গেছেন যেগুলো আমাদের জীবনে চলার পথে পাথেও হিসেবে কাজ করে চলুন আজকে আমরা এমনই কিছু বিখ্যাত উক্তি দেখে আসি যেগুলো আমাদের চলার পথে অনুপ্রাণিত করবে।

কাজী নজরুল ইসলামের সেরা ১০ বাণী
কাজী নজরুল ইসলামের বাণী

প্রকৃতি নিয়ে মনিষীদের বিখ্যাত উক্তি

কাজী নজরুল ইসলামের সেরা বাণীর তালিকা

১. ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের ও জড়তার।”

২. আমার যাবার সময় হল দাও বিদায় , মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায়। ”

৩. বিদ্রোহী মানে কাউকে না মানা নয়। যা বুঝিনা তা মাথা উঁচু করে বুঝি না বলা।”

৪. অন্ধের মতো কিছু না বুঝিয়া, না শুনিয়া, ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না । নিজের বুদ্ধি, নিজের কার্যশক্তিকে জাগাইয়া তোলে ।

৫. মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।

৬. শুণ্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙ্গিছো গড়িছো নীতি ক্ষণে ক্ষণে নির্জনে প্রভু নির্জনে খেলিছো।

৭. নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই

৮. মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন,কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভোগীই অনুভব করতে পারে।“

৯. ভালোবাসা যে জীবনে অপমান করে সে জীবনে আর ভালোবাসা পায় না

১০. কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পুর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন।

১১. আমরা সবাই পাপী;
আপন পাপের বাটখারা দিয়ে;
অন্যের পাপ মাপি !! ”

See also  গৌতম বুদ্ধের সেরা ২০ বাণী

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.