মাইকেল মধুসূদন দত্তের জন্ম (২৫ জানুয়ারি, ১৮২৪) যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে। মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবে আখ্যায়িত করা হয়।মাইকেল মধুসূদন দত্ত বাংলা সনেট কবিতা ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান পাঠক সমাজ সারা জীবন মনে রাখবে।আজকে আমরা মাইকেল মধুসূদন দত্তের কিছু বিখ্যাত উক্তি সম্পর্কে পাঠক সমাজকে অবহিত করবো।

মাইকেল মধুসূদন দত্তের সেরা বাণীর তালিকা
১. “নিশার স্বপন-সুখে সুখী যে কী সুখ তার, জাগে সে কাদিতে।”
২. “বহু দেশে দেখিয়াছি বহু নদ – দলে,কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?
৩. “পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে
মাতৃ-ভাষা-রূপে খনি, পূর্ণ মণিজালে৪. “ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি,এ ভিখারী-দশা তবে কেন তোর আজি? যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে!”
৫. ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি,
এ ভিখারী-দশা তবে কেন তোর আজি?৬. গতি যার নীচ সহ নীচ সে দুর্মতি
৭. “দিন দিন আয়ুহীন, হীনবল দিন দিন।”
৮. “প্তঙ্গ যে রঙ্গে ধায় ধাইলি, অদোধ হায় না দেখলি না শুনলি এবে রে প্রাণ কাঁদে।”