ওয়ারেন বাফেটের সেরা ২০ বাণী

Rate this post

ওয়ারেন বাফেট ছিলেন একজন মার্কিন ব্যবসায়ী,বিনিয়োগকারী এবং পরোপকারী একজন ব্যক্তি। ওয়ারেন বাফেট একজন প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তি হওয়া শর্তেও তার জীবন যাপন ছিল খুব সহজ সরল এবং তিনি মানুষকে দান করতে অধিক ভাল বাসতেন। তিনি পণ করেছিলেন তিনি তার সম্পদের ৯৯ শতাংশ জনকল্যাণমূলক কাজে ব্যয় করে মানুষের জীবনধারায় পরিবর্তন আনবেন। চলুন দেখে আসি ওয়ারেন বাফেটের কিছু উৎসাহ মূলক উক্তি।

ওয়ারেন বাফেটের সেরা বাণী

গৌতম বুদ্ধের সেরা বাণীর তালিকা

ওয়ারেন বাফেটের সেরা বাণীর তালিকা

“কখনো একটা মাত্র আয়ের উৎসের উপর নির্ভর করোনা, বিনিয়োগের মাধ্যমে আরেকটি উৎস তৈরি করো”

“খরচের পর যা অবশিষ্ট থাকে সেটা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে সেটাকে খরচ করো”

“কখনোই সব ডিম এক ঝুড়িতে রাখবেন না ৷ অর্থাৎ, একটি মাত্র ক্ষেত্রে বিনিয়োগ না করে ভিন্ন ভিন্ন অনেকগুলো খাতে ইনভেষ্ট করুন,যাতে মূলধন হারানোর ঝুঁকি কম থাকে ৷”

“তোমার যা প্রয়োজন নেই সেটা যদি তুমি ক্রমাগত ক্রয় করো তবে তাড়াতাড়িই তোমার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে”

“যদি বৃষ্টির জন্য আশ্রয় বানাতে না পারো, তবে বৃষ্টির পূর্বাভাস দিতে পেরেও কোনো লাভ নেই”

“তোমার দু-পা ডুবিয়ে কখনোই নদীর গভীরতা মাপতে যেওনা”

“সফল বিনিয়োগের জন্য দরকার সময়, শৃঙ্খলা এবং ধৈর্য”

সততা খুবই দামী একটি উপহার। তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না!”

“সবচেয়ে সুখী মানুষদের কাছে সবকিছু নেই, তাদের যা আছে তার জন্য তারা সন্তুষ্ট এবং কৃতজ্ঞ”

“যদি তুমি তোমার ব্যাবসার দুর্বলতা জানো তবে ভয় নেই, কিন্তু না জানলে ঘোর বিপদে আছো”

“কাউকে চাকরি দেওয়ার সময় তার সততা, বুদ্ধি আর কাজ করার দক্ষতা- এই তিন গুন আছে নাকি নিশ্চিত হও। যদি সততা বাদে বাকি দুটো বেশি থাকে তবে কাজে নিওনা। এরচেয়ে সৎ কিন্তু অলস ও বোকাদের কাজে নাও কারণ অসৎ বুদ্ধিমান আর কর্মক্ষমরা তোমার সর্বনাশ করবে”

“যদি নিজেকে গর্তের মাঝে আবিষ্কার করো, তবে প্রথমেই গর্ত খরা বন্ধ করো”

“এমন বন্ধু নির্বাচন করো যারা সবদিক দিয়ে তোমার চেয়ে ভালো। তাহলে তুমিও একদিন সেইদিকে ধাবিত হবে”

“তোমার মধ্যে যদি দক্ষতা আর চেষ্টা থাকে তবে সাফল্য সময়ের ব্যাপার মাত্র”

“যদি মনে করো যে উদ্যোক্তা হওয়া ঝুঁকিপূর্ণ, তাহলে ৪০ বছর অন্যের জন্য গাধার খাটুনি খেঁটে অবসর ভাতার উপর নির্ভরশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করো”

“সুনাম গড়তে লাগে ২০ বছর আর নষ্ট করতে লাগে মাত্র ৫ মিনিট। এই কথাটা মাথায় রাখলে তোমার সব কাজ অন্যরকম হবে”

“আমি যা বুঝিনা তাতে আমি কখনোই বিনিয়োগ করিনা”

“যদি জীবনে খুব বেশি ভুল না করো, তবে অল্প কিছু সঠিক কাজ করাই যথেষ্ট”

“ধনীরা সময়ের পিছনে বিনিয়োগ করে আর গরীবরা টাকার পিছনে”

“আমি মদ আর ঋণের কারনে মানুষকে সবচেয়ে বেশি ব্যর্থ হতে দেখেছি। তুমি যদি বুদ্ধি খাটাও তবে ঋণ ছাড়াই তোমার হাতে অনেক টাকা আসবে”

See also  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা ১০ বাণী

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.